কথায় আছে, মানুষ তার প্রথম ফ্লাইটের অভিজ্ঞতা কখনো ভুলে না। প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা খুবই চমৎকার হয়ে থাকে। অনেকেই ভয়ে থাকেন যে, বিমানে কিভাবে ভ্রমণ করব। না জানি কত জামেলা হয়ে থাকে। আসলে এসব ভয়ের কিছুই নেই। সঠিক কিছু নিয়ম জানা থাকলে আপনাকে আর বিমান ভ্রমণে ভয় পেতে হবে না।
চলুন শুরু করা যাক…
টিকেট বুকিং
বাস, ট্রেন, লঞ্চ ইত্যাদি পরিবহনে যাতায়াতের জন্য যেভাবে টিকেটের প্রয়োজন হয় তেমনি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য এয়ার টিকিটের প্রয়োজন হয়।
তবে, বাস, ট্রেন, লঞ্চ টিকেটের চেয়ে বিমান টিকেটের নিয়ম-কানুন কিছুটা ভিন্ন। বিমানে ভ্রমণের জন্য আপনার বেশ কিছু ডকুমেন্টের (যেমন: টিকেট, পাসপোর্ট, ভিসা ইত্যাদি প্রয়োজন হয়।
কোন নির্দিষ্ট ফ্লাইটের সিট বুকিং শেষ হয়ে গেলে আপনি সেই ফ্লাইটে যাওয়ার সুযোগ পাবেন না। এখানে লোকাল-বাসের মতো দাঁড়িয়ে যাওয়ার সুযোগ নেই!
তাই, বিমান ভ্রমণের দিনের এবং সময়ের সঙ্গে প্লেনের শিডিউল মিলিয়ে আপনার জন্য বিমান ভ্রমণের পূর্বে টিকেট বুকিং দিন।
বিমান বা এয়ারলাইন্স ভেদে আলাদা আলাদা ওজন (যেমন: ২০ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৪০ কেজি, ৪৫ কেজি ইত্যাদি) বহনের অনুমতি দিয়ে থাকে। তাই টিকিট করার সময় আপনি যদি কোন লাগেজ কিংবা ব্যাগ বহন করতে চান তাহলে অবশ্যই জেনে নিন আপনি সর্বোচ্চ কত কেজি ওজনের জিনিসপত্র বহন করতে পারবেন। এছাড়া প্রায় সকল এয়ারলাইন্সে হাতে ৭ কেজি বহনের অনুমতি দিয়ে থাকে।
ফ্লাইটের জন্য প্রস্তুতি
বাংলাদেশে অভ্যন্তরীণ/ডমেস্টিক বিমানের টিকেটের জন্য ভিসা, পাসপোর্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনার আইডি (NID) কার্ড এর কপি হলেই চলে। তবে, আন্তর্জাতিক/ইন্টারন্যাশনাল বিমানের টিকেটের জন্য ভিসা, পাসপোর্ট সহ অন্যান্য পেপারসের প্রয়োজন হয়।
বিমানবন্দরে চেক ইনের জন্য দেশের বাহিরে ভ্রমণের অন্তত ৩ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে পৌঁছান। না হলে চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যাবে। আর অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণ করতে চাইলে ১ ঘণ্টা আগে বিমানে ভ্রমণ করলেই হবে।
বিমানবন্দর চেক–ইন
বিমানে ভ্রমণের পূর্বে প্রথমে বিমানবন্দর চেক-ইন করতে হয়। অর্থাৎ এয়ারপোর্টে ঢোকার পর আপনার ফ্লাইট খুলে দেওয়া হলে আপনি চেক ইন করবেন। চেক ইন করার পর বিমান বন্দর টার্মিনালে থাকা মনিটর এর দিকে খেয়াল রাখুন।
ফ্লাইটের জন্য প্রস্তুতি
বাংলাদেশে অভ্যন্তরীণ/ডমেস্টিক বিমানের টিকেটের জন্য ভিসা, পাসপোর্টের প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনার আইডি (NID) কার্ড এর কপি হলেই চলে। তবে, আন্তর্জাতিক/ইন্টারন্যাশনাল বিমানের টিকেটের জন্য ভিসা, পাসপোর্ট সহ অন্যান্য পেপারসের প্রয়োজন হয়।
বিমানবন্দরে চেক ইনের জন্য দেশের বাহিরে ভ্রমণের অন্তত ৩ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে পৌঁছান। না হলে চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যাবে। আর অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণ করতে চাইলে ১ ঘণ্টা আগে বিমানে ভ্রমণ করলেই হবে।
বিমানবন্দর চেক–ইন
বিমানে ভ্রমণের পূর্বে প্রথমে বিমানবন্দর চেক-ইন করতে হয়। অর্থাৎ এয়ারপোর্টে ঢোকার পর আপনার ফ্লাইট খুলে দেওয়া হলে আপনি চেক ইন করবেন। চেক ইন করার পর বিমান বন্দর টার্মিনালে থাকা মনিটর এর দিকে খেয়াল রাখুন।
বিমানবন্দরে থাকা নির্দিষ্ট কর্মকর্তাদের আপনার টিকেট, ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ও পরিচয়পত্র দেখাতে হবে। এরপর সব ঠিকঠাক থাকলে আপনার সঙ্গে থাকা লাগেজ জমা দিতে হবে। সেখানে আপনাকে বোর্ডিং পাস এবং লাগেজের ডকুমেন্টস হিসেবে একি কার্ড দেওয়া হবে। কার্ডটি অবশ্যই আপনার সঙ্গেই রাখবেন।
বোর্ডিং
বোর্ডিং এর জন্য আপনাকে ডিপার্চার লাউঞ্জে যেতে হবে। এখানে আপনার শরীর থেকে শুরু করে আপনার সাথে থাকা যাবতীয় সবকিছু চেক করবে। সব কিছু ঠিক থাকলে আপনার হ্যান্ড ব্যাগ ও বোর্ডিং পাসে স্ট্যাম্প দিয়ে দিবে। আপনার কোনকিছু সন্দেহজনক মনে হলে তারা আপনার ফ্লাইট বাতিল করে দিতে পারে।
নোট: মনে রাখবেন, যদি আপনি দেশের বাহিরে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ইমিগ্রেশন চেক করা হবে। সব কিছু ঠিক ঠাক থাকলে আপনাকে ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে।
বিমানে উঠুন
আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের বিমানে উঠার জন্য নির্দিষ্ট সময়ে হেটে যেতে পারেন বা আপনাকে গাড়িতে করে প্লেনের কাছে নিয়ে যাবে। ফ্লাইটে প্রবেশ করতে দেওয়া হলে আপনার নির্দিষ্ট সিটে গিয়ে বসুন। আপনার সিট নাম্বার বোর্ডিং এর পাশেই দেখতে পাবেন।
টেক অফ করার পূর্বে পাইলট কিছু নিয়ম-কানুন বলবে মনোযোগ সহকারে নিয়ম গুলো শুনুন এবং তা পালন করুন। মনে রাখবেন, সিটবেল্ট সিগন্যাল দিলে উঠে দাঁড়াবেন না। নির্দিষ্ট উচ্চতায় বিমান ওঠার পর এই সিগন্যাল নিজে নিজে অফ হয়ে যাবে। আপনি চাইলে তখন খাবার খেতে পারবেন, উঠে দাড়াতে পারবেন কিংবা ওয়ারুমে যেতে পারবেন।
বিমান ল্যান্ডিং টাইম
বিমান ল্যান্ডিং টাইম হল বিমান আকাশ থেকে মাটিতে নেমে আসা। ল্যান্ড করার সময় বিমান ধীরে ধীরে মাটির দিকে নেমে আসে। ল্যান্ড করার সময় আপনি টের পাবেন যে প্লেন নীচের দিকে নামছে। প্লেন আপনাকে টার্মিনালে নামিয়ে দিবে
বিমান থামার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানো যাবে না। মনে রাখবেন, সিট বেল্ট খুলতে বলার আগে সিট বেল্ট খুলবেন না। বিমান থেকে নেমে বেল্টের কাছে গিয়ে দাঁড়িয়ে আপনার ব্যাগ মালামাল বুঝে নিন। বিদেশ ভ্রমণের সময় টার্মিনাল ত্যাগ করার পূর্বে ইমিগ্রেশন অফিসারকে আপনার পাসপোর্ট দেখাতে হবে।
আশাকরি উপরের নিয়ম গুলো ঠিক ঠাক ভাবে পালন করলে প্লেনে ভ্রমণ আপনার কাছে খুবই সহজ মনে হবে। আর অবশ্যই বিমানে বিস্তারিত নির্দেশনা দিয়ে থাকে, যা মনোযোগ দিয়ে শুনবেন এবং মেনে চলবেন। এছাড়া যে কোন তথ্যের জন্য এয়ারপোর্টে তথ্যকেন্দ্র রয়েছে। প্রয়োজনে তাদের থেকে সহযোগিতা নিতে পারবেন।
সূত্রঃ ভ্রমণ ওয়েবসাইট কুহুডাক